বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় আরও একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে এ উপজেলায় ২ জন করোনা রোগী শনাক্ত হলো।
তিনি উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের পুতন্তিপাড়া গ্রামের বাসিন্দা। বিষয়টি জানার পর উপজেলা প্রশাসন রাতেই তার বাড়িসহ ৩টি বাড়ি লকডাউন করেছে।
বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ জানান, করোনায় আক্রান্ত ওই ব্যক্তি ঢাকার কামরাঙ্গি চর একটি মাদ্রাসায় লেখাপড়া করেন। তিনি গত ২২ এপ্রিল সপরিবারে বাড়িতে আসেন। খবর পেয়ে ২৯ এপ্রিল বুধবার বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিম ওই পরিবারের ৭ সদস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজে প্রেরণ করে। তাদের মধ্যে ওই মাদ্রাসা ছাত্রের পজেটিভ ধরা পরে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান জানান, আক্রান্ত ব্যক্তির বাড়িসহ আশপাশের ৩টি বাড়ি লকডাউন করা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা ভাল থাকায় নিজ বাড়িতেই একটি ঘরে তাকে আইসোলেশনে রাখা হয়েছে।