ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পিতা-পুত্রসহ ৩ জন করোনায় আক্রান্ত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পিতা-পুত্রসহ নতুন করে তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার আইইডিসিআর হতে প্রাপ্ত রিপোর্ট হতে এই তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মোশরাত ফারখান্দা জেবিন।

আক্রান্তরা হলেন- নবীনগর উপজেলার লহরী গ্রামের সুজন মিয়া, জাফরপুর গ্রামের মুক্তিযোদ্ধা মুসলিম মিয়া ও তার ছেলে নূর মোহাম্মদ।
ইতিমধ্যে আক্রান্ত ব্যক্তিদের বাড়িসহ আশপাশের বাড়ির লোকজনদেরও ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনসহ লকডাউন করেছে প্রশাসন।

এদিকে নবীনগর উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মো.হাবিবুর রহমান, তার সহকারী মারজান ও তাসলিমাসহ তিনজন আজ থেকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে আছেন।

উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বলেন, আক্রান্ত ওই তিন ব্যক্তির বাড়ির অন্য সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য এবং ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে। এই বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানদের নির্দেশনা দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *