চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে এক পুলিশ কনস্টেবলসহ বিভাগে আরো ১৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নগরের ওই পুলিশ সদস্যের পাশাপাশি চট্টগ্রামে মোট চারজন, লক্ষ্মীপুরে ছয়জন, নোয়াখালীতে তিনজন ও ফেনী জেলায় একজনের করোনা পজেটিভ রোগী পাওয়া গেছে। এনিয়ে চট্টগ্রামে ১১ পুলিশ সদস্য করোনা আক্রান্ত হয়েছে।
বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের বিআইটিআইডিতে ১১৩টি ও চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাবে ৯৯টি নমুনা পরীক্ষা এসব রোগী শনাক্ত হয়েছে।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবির রাতে জানান, বিআইটিআইডিতে পরীক্ষায় চট্টগ্রাম জেলায় চারজন এবং ফেনীতে একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সিভাসু’তে পরীক্ষায় লক্ষ্মীপুরের ছয়জন ও নোয়াখালীর তিনজনের শরীরের করোনা পজেটিভ এসেছে। চট্টগ্রামে চারজনের মধ্যে নগরের এক পুলিশ কনস্টেবল রয়েছে।