
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : কেরানীগঞ্জে বেড়েই চলেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৭ জন শনাক্ত হয়েছে। কেরানীগঞ্জে মোট আক্রান্ত রোগীর সংখ্যায় দাঁড়াল ১৫৩ জনে। বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মীর মোবারক হোসেন দিগন্ত।
মীর মোবারক হোসেন দিগন্ত বৃহস্পতিবার রাত ১০টায় মোবাইল ম্যাসেজের মাধ্যমে জানান, কেরানীগঞ্জে নতুন করে আরো ১৭ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে ১৬ জন পুরুষ ১ জন নারী রয়েছে। আক্রান্তের মধ্যে জিনজিরা ইউনিয়নে ৪ জন, শুভাঢ্যা ইউনিয়নে ২ জন, বাস্তা ইউনিয়নে ১ জন, কালিন্দী ইউনিয়নে ১ জন, আগানগর ইউনিয়নে ১ জন, র্যাব-১০ কেরানীগঞ্জ ক্যাম্পের সদস্য ৮ জন। এদের সবার বয়স আনুমানিক ২৫ থেকে ৫০ এর মধ্যে।
স্বাস্থ্য কর্মকর্তা আরো বলেন, কেরানীগঞ্জে প্রতিদিন বেড়েই চলছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। এর কারণ হচ্ছে এলাকাবাসীর অসচেতনা। তাদের অসচেতনার কারণেই দিন দিন বেড়ে চলছে করোনা আক্রান্ত রোগী।
এলাকাবাসীর কাছে আমার অনুরোধ আপনারা এখনো সময় আছে সচেতন হোন। আজ রোগীর সংখ্যা বেড়েছে কাল দেখা যাবে মৃত্যুর সংখ্যা বেড়ে যাবে। তখন আপনাদের কিছু করার থাকবে না।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অমিত দেব নাথ বলেন, কেরানীগঞ্জে খেটে খাওয়া মানুষের বসবাস বেশি। এই মানুষজনদের মাঝে সচেতনতা খুব কম। দিন যতই বাড়ছে কেরানীগঞ্জ মানুষ ধৈর্যচ্যুত হচ্ছে। অনেকে জীবিকার তাগিদে বের হয়, অনেকে অহেতুক বের হয়। অনেকেই দেখা যায় করোনা উপসর্গ দেখা দিলে লুকাতে চায়। এতে তিনি নিজেও বিপদে পড়ছে পরিবারকেও বিপদে ফেলছে।
প্রায়ই দেখছি এক পরিবারের একজনের করোনায় আক্রান্ত হলে পরিবারের অন্যদেরও হচ্ছে। তাই করোনার কোনো লক্ষণ দেখা দিলে সঙ্গে সঙ্গেই টেস্ট করুন। করোনা মানেই মৃত্যু নয়। আগামী দিনগুলো আমাদের জন্য আরো বেশি চ্যালেঞ্জের। সবাই ঘরে থাকুন, সামাজিক দূরত্ব মেনে চলুন, নিজে নিরাপদ থাকুন, পরিবারকে নিরাপদ রাখুন।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.