ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে নতুন করে একজন পুলিশ সদস্যের (১৯) শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। ডিএমপিতে কর্মরত পুলিশ সদস্য জেলার পীরগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের কোটাপাড়া গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৬।
সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান সরকার জানান, আক্রান্ত পুলিশ সদস্য বেশ কয়েকদিন ধরে জ্বর সর্দিতে অসুস্থ ছিলেন। তিনি ডিএমপিতে কর্মরত ছিলেন। তার নমূনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠালে বৃহস্পতিবার পজেটিভ ফলাফল মেলে। তাকে আইসোলেশনে রেখে চিকিৎসা প্রদানের প্রক্রিয়া চলছে।