Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

করোনাভাইরাস মোকাবেলায় আইসিটি বিভাগের ৩ উদ্যোগ

অনলাইন ডেস্ক : করোনাভাইরাস মোকাবিলায় সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ (আইসিটি) একাধিক উদ্যোগ গ্রহণ করেছে। তার মধ্যে রয়েছে ওয়েবসাইট তৈরি, অ্যাপস নির্মাণ, ডিজিটাল ম্যাপিং, হ্যাকাথন ইত্যাদি। এসবের পাশাপাশি আরও তিনটি উদ্যোগ নিয়েছে আইসিটি বিভাগ।

নতুন উদ্যোগগুলোর অংশ হিসেবে হোয়াটসঅ্যাপ বট চালু করা হয়েছে। আর চালুর অপেক্ষায় রয়েছে ভাইবার বট ও ভয়েস অব ইয়ুথ প্ল্যাটফর্ম। হোয়াটসঅ্যাপ চ্যাট বটে বাংলা ও ইংরেজিতে প্রশ্ন করে করোনাভাইরাস সম্পর্কিত দেশি-বিদেশি সব তথ্য পাওয়া যাবে। ভাইবারেও চ্যাট বট চালু হতে যাচ্ছে।
আইসিটি বিভাগ কিছু দিন আগে লাইভ করোনা টেস্ট ডটকম নামে একটি ওয়েবসাইট চালু করেছে। সেই সাইট থেকে সংশ্লিষ্ট ব্যক্তি নিজেই পরিমাপ করতে পারবেন যে তিনি করোনা ঝুঁকিতে রয়েছেন কিনা। সেই সাইটটিকে এবার ভাইবার চ্যাটবটে ইন্টিগ্রেটেড করে দেয়া হবে বলে জানা গেছে।

সিটিজেন জার্নালিজমের আদলে ‘ভয়েস অব ইয়ুথ’ প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। যে কেউ যেকোনও জায়গায় ঘটে যাওয়া ঘটনার প্রকৃত তথ্য, ছবি, ভিডিও ক্লিপ, সাউন্ড ক্লিপ ইত্যাদি এই প্ল্যাটফর্মে দিতে পারবেন।

Exit mobile version