Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

সম্ভবত চীনা ল্যাবেই করোনার জন্ম , ট্রাম্প আত্মবিশ্বাসী !

অনলাইন ডেস্ক : উহানের ল্যাবে করোনাভাইরাসের উৎপত্তি হয়েছে বলে আত্মবিশ্বাসী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানান, করোনার উৎপত্তি চীনা ল্যাবে এ বিষয়ে কোন সন্দেহ নেই তবে এই নিয়ে কোন প্রমাণ দেখাতে তিনি প্রস্তুত নন।

হোয়াইট হাউসের এক প্রেসি ব্রিফিং এ ট্রাম্প জানান উহানের ল্যাবে যে করোনা তৈরি হয়েছে এর যথেষ্ট প্রমাণ তার কাছে আছে। গণমাধ্যম বলছে এই মহামারী নিয়ে চীনের সঙ্গে ট্রাম্পের বিরোধ আরো বাড়বে। বৃহস্পতিবার মার্কিন গোয়েন্দা সংস্থার এক বিবৃতিতে জানানো হয়, করোনাভাইরাস মানবসৃষ্ট বা জিনগতভাবে পরিবর্তিত হওয়ার কোনও প্রমাণ পাওয়া যায়নি। এই মহামারির উৎস আক্রান্ত পশু না চীনা ল্যাবে দুর্ঘটনা, তা এখনও খতিয়ে দেখা হচ্ছে।

বেশিরভাগ বিশেষজ্ঞের ধারণা ভাইরাসটি উহানের বণ্য প্রাণীর বাজার থেকে উৎপত্তি হয়েছে, পরে তা মানুষের শরীরে ছড়িয়েছে। মহামারিতে যুক্তরাষ্ট্রে ৬০ হাজারেরও বেশি মানুষের প্রাণহানি মার্কিন অর্থনীতিতে বিপুল প্রভাব পড়েছে। সেই সাথে আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের পুনর্নির্বাচিত হওয়া হুমকির মুখে পড়েছে।

Exit mobile version