Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

হাসপাতালে জনপ্রিয় নাটক ও চলচ্চিত্র নির্মাতা এবং অভিনেতা সালাউদ্দিন লাভলু

অনলাইন ডেস্ক: অসুস্থ হয়ে হাসপাতালে জনপ্রিয় নাটক ও চলচ্চিত্র নির্মাতা এবং অভিনেতা সালাউদ্দিন লাভলু। গতকাল রবিবার রাত সাড়ে ৯টার দিকে তাকে আয়েশা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়।

লাবলুর পরিবার সূত্রে জানা যায়, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা জানিয়েছেন, লাবলুর রক্তের প্লাটিলেট কমে গেছে। ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এসএ হক অলিক জানান, লাবলুর শারীরিক অবস্থা অতটা গুরুতর নয়। চিকিৎসক জানিয়েছেন আতঙ্কের কিছু নেই।

Exit mobile version