অনলাইন ডেস্ক : ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল মোট ৩৫,০৪৩ জন।শুক্রবার সকালে এই তথ্য দিয়েছে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবারকল্যাণ মন্ত্রালয়।
আক্রান্তদের মধ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন ২৫,০০৭ জন। সুস্থ হয়েছেন ৮,৮৮৮জন এবং একজন বিদেশে চলে গেছেন। গত ২৪ ঘণ্টায় ৭৩ জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১, ১৪৭জন।
ভারতের মুম্বাইয়ের মহারাষ্ট্রে মোট আক্রান্ত ১০, ৪৯৮ জনের মধ্যে সুস্থ হয়েছেন ১,৭৭৩ জন এবং মারা গেছেন ৪৫৯ জন। গুজরাটে মোট আক্রান্ত ৪,৩৯৫ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৬১৩ জন এবং মারা গেছেন ২১৪জন।
দিল্লিতে মোট আক্রান্ত ৩,৫১৫ জনের মধ্যে সুস্থ হয়েছেন ১,০৯৪ জন এবং মারা গেছেন ৫৯ জন। গোয়ায় সাতজন, ত্রিপুরায় দুইজন, অরুণাচল প্রদেশে একজন এবং মণিপুরে দুইজন করোনায় আক্রান্ত হলেও প্রত্যেকেই সুস্থ হয়ে উঠেছেন।