Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

মাগুরায় স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত

মাগুরা প্রতিনিধি : মাগুরার শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ৩০ বছর বয়সী এক কর্মচারির শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মাগুরায় করোনা রোগীর সংখ্যা পাঁচজন।

মাগুরার সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা জিল্লূর রহমান জানান, যশোরের বাঘারপাড়া উপজেলার পশ্চিমা গ্রামের এক ইমাম ২৫ এপ্রিল স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা জমা দেন। তিনি করোনা আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। তারপর স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪ কর্মকর্তা কর্মচারির নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। বৃহস্পতিবার রাতে খুলনা মেডিক্যাল কলেজ থেকে আসা রিপোর্টে এক কর্মচারির নমুনা পজেটিভ হয়েছে। তাকে স্টাফ কোয়ার্টারে রেখেই চিকিৎসা দেয়া হচ্ছে। সেখানে বসবাসরত ১০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে পরীক্ষার জন্য।

মাগুরা থেকে সংগৃহিত ২০৮ জনের নমুনার মধ্যে ১৪৮ জনের রিপোর্ট পাওয়া গেছে। যার মধ্যে পাঁচজন করোনা আক্রান্ত বলে শনাক্ত হয়েছে।

Exit mobile version