Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

কুষ্টিয়ায় সুস্থ হওয়া দুই করোনাভাইরাস রোগী হাসপাতাল ছাড়লেন

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় করোনা আক্রান্ত দুজন রোগী সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে মুক্ত করা হয়েছে। শুক্রবার দুপুরে ছাড়পত্র দিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশন থেকে তাদের বাড়ি পাঠানো হয়। এরা হলো কুষ্টিয়ার কুমারখালীর গট্টিয়া গ্রামের আক্কাস আলি ও চর মহেন্দ্রপুর গ্রামের আবদুস সামাদ।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. তাপস কুমার সরকার বলেন, দুজনের বয়সই ষাটের বেশি। আক্কাস আলি ২২ এপ্রিল ও আবদুস সামাদ ২৩ এপ্রিল করোনা শনাক্ত হন। এর পরেই তাদেরকে আইসোলেশনে আনা হয়। চিকিৎসা শেষে সুস্থ হলে দুইবার পরীক্ষায় তাদের শরীরে করোনাভাইরাস নেই নিশ্চিত হয়ে ছাড়পত্র দিয়ে বাড়িতে পাঠানো হলো। এ পর্যন্ত কুষ্টিয়ায় ১৭ জন করোনা শনাক্ত হয়েছেন। দুজন সুস্থ হলেন। পাঁচজন আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন। আর বাকিরা নিজেদের বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। তবে সবার অবস্থায় ভালো রয়েছে। তিনি বলেন, আতঙ্কিত নয়, সময়মতো চিকিৎসা আর নিয়ম মানলে দ্রুত করোনা থেকে সুস্থ হওয়া সম্ভব।

Exit mobile version