খুলনা প্রতিনিধি : নারায়ণগঞ্জ থেকে বাড়িতে আসা দুই নারী গার্মেন্টস কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।শনিবার খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৯৪ জনের নমুনা পরীক্ষায় ওই দুই গার্মেন্টস কর্মীর করোনা পজেটিভ শনাক্ত হয়।
খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ জানান, খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে আজ শনিবার মোট ১৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।
দাকোপ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোজাম্মেল হক জানান, করোনা আক্রান্ত ওই ২ জন হলেন- দাকোপ উপজেলার খাটাইল গ্রামের রাইমা ও ফাতেমা। তারা ২ জন প্রতিবেশী। এক সপ্তাহ আগে তারা নারায়ণগঞ্জ থেকে গ্রামে আসেন। তারা নারায়ণগঞ্জের একটি গার্মেন্টেসে কাজ করতেন। তারা যেদিন আসেন সেদিন থেকে তাদের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করা হয়েছিল। গত বুধবার তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল। স্থানীয় প্রশাসনের সমন্বয়ে তাদের বাড়ি লকডাউন করা হতে পারে। অথবা তারা যদি বেশী অসুস্থ হন তাহলে তাদেরকে হাসপাতালে পাঠানো হবে।