হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে আরও এক ডাক্তার ও ৩ জন সরকারি কর্মকর্তাসহ নতুন করে আরও ১৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। শুক্রবার বিকেলে তাদের রিপোর্ট ঢাকা ল্যাব স্বাস্থ্য বিভাগের নিকট আসে।
বিষয়টি নিশ্চিত করেন ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল। তিনি জানান, আক্রান্তদের বয়স ১৪ থেকে ৫১ বছরের মধ্যে। তাদের মাঝে একজন নার্স, একজন ব্যাংক কর্মকর্তা, প্রকৌশলী ও নির্বাচন কর্মকর্তাসহ ৩ জন সরকারি কর্মকর্তা রয়েছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, জেলায় মোট ৭২ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মাঝে ডাক্তার, নার্স, প্রশাসনের কর্মকর্তা, কর্মচারীও রয়েছেন। জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হন ৯ এপ্রিল। এরপর নারায়নগঞ্জ, ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে আসা লোকজনের মাধ্যমে তা ছড়িয়ে পড়ে। করোনা আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত জেলায় চা শ্রমিক পরিবারের এক শিশুর মৃত্যু হয়েছে।