Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

কেরানীগঞ্জে স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আরো ২০ জনের করোনাভাইরাস শনাক্ত

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরো ২০ জনের শরীরে করোনা পাওয়া গেছে। এ নিয়ে উপজেলাটিতে মোট করোনায় শনাক্তের সংখ্যা দাঁড়ালো একশ ৯৩ জন। শনিবার রাতে এ তথ্য দিয়েছেন কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মীর মোবারক হোসেন দিগন্ত।

মীর মোবারক হোসেন দিগন্ত জানান, শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২ জন স্বাস্থ্যকর্মীর শরীরে করোনা পাওয়া যায়। তাদের বয়স ৩৫ ও ৩৩ বছর। এছাড়া জিনজিরা ইউনিয়নে ৯ জনের শরীরে করোনা পাওয়া গেছে। তেঘরিয়া ইউনিয়নে ৫ জন, আগানগর ইউনিয়নে ১ জন, শুভাঢ্যা ইউনিয়নে ১ জন, কলাতিয়া ইউনিয়নে ১ জন ও কালিন্দী ইউনিয়নে বরিশুর এলাকায় ১ জনের শরীরে করোনা পাওয়া গেছে।

মোবারক হোসেন দিগন্ত বলেন, কেরানীগঞ্জের জনগণ যদি সচেতন না হয় তা হলে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তেই থাকবে। কেরানীগঞ্জে কয়েকটা ইউনিয়নেই রোগীর সংখ্যা অনেক বেশি। এসব ইউনিয়নের জনগণ মানে না কোনো সামাজিক দুরুত্ব বা অন্যান্য নিয়ম কানুন। সবার উদ্দেশ্যে পরিষ্কারভাবে বলতে চাই দয়া করে ঘরে থাকুন, সামাজিক দুরুত্ব মেনে চলুন, নিজে ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন।

Exit mobile version