
ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরানের সেনা হামলার প্রতিশোধ নেয়ার ঘোষণার কয়েক দিনের মাথায় এবার পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চল বেলুচিস্তানের সীমান্তলগ্ন এলাকায় নিরাপত্তা বাহিনীর ওপর দুটি হামলায় ৬ পাকসেনা নিহত হয়েছে।
বেলুচিস্তানের স্থানীয় পুলিশ কর্মকর্তা এসোসিয়েটেড প্রেসকে বলেন, অস্ত্রধারীদের হামলায় তোরতাত এলাকায় ৪ সেনা এবং লোরালি এলাকায় ২ সেনা নিহত হয়েছে। তবে হামলার পিছনে কারা জড়িত সেটা তিনি স্পষ্ট করেননি।
এরআগে পাকিস্তান সীমান্তবর্তী ইরানি বেলুচিস্তানের জাহদান শহরে সেনা বহনকারী বাসে বিষ্ফোরকভর্তি গাড়ি নিয়ে এক আত্মঘাতি হামলা চালায়। হামলায় ২৭ ইরানি সেনা নিহত হয়, আহত হয় আরো ১৩ জন। জায়শুল আদল নামক সশস্ত্রগোষ্ঠি হামলার দায় স্বীকার করে।
ইরানের দাবি, হামলাকারীদের সংগঠনের আস্তানা ইরান সীমান্তবর্তী পাকিস্তানি ভূখন্ডে। ইতোপূর্বেও কয়েকবার ইরানে হামলা চালানো হয়েছে পাক ভূখন্ড ব্যবহার করে। এজন্য তেহরানে নিযুক্ত পাক রাষ্ট্রদূতকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। রাষ্ট্রদূতকে কড়া প্রতিবাদ জানায় দেশটি। সূত্র: আনাদোলু এজেন্সি , আরটি