অনলাইন ডেস্ক : টানা আরও দুই দিন বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এ সময় দেশের প্রায় সব জেলাতেই ঝড়-বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে।
এছাড়া শিলাবৃষ্টি ও বজ্রপাতের আভাসও দিয়েছে আবহাওয়া অফিস। অভ্যন্তরীণ নদীবন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
পশ্চিমা লঘুচাপের প্রভাবে এপ্রিলের শেষ সপ্তাহ থেকে চলে আসা গত কয়েক দিনের টানা বৃষ্টি আরও দুই দিন অব্যাহত থাকবে। দেশের প্রায় সব জেলাতেই দমকা ঝড়ো হাওয়া বয়ে যাবে।