ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে এক চিকিৎসককের করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। ফরিদপুর মেডিকেল কলেজে স্থাপিত করোনা সনাক্তকরণ ল্যাব সুত্রে রবিবার বিকেলে এ তথ্য জানা গেছে। এ নিয়ে ফরিদপুর জেলায় এ পর্যন্ত ১৫ জন করোনা রোগী সনাক্ত হলো।
যে চিকিৎসকের করনোভাইরাস সনাক্ত হয়েছে তিনি ফরিদপুর মেডিকেল কলেজের একজন সহকারী অধ্যাপক। তার বয়স ৪৯ বছর এবং তিনি ফরিদপুর শহরের ঝিলটুলী মহল্লার বাসিন্দা। গত ৮দিন ধরে তিনি জ্বরে ভুগছেন। জ্বরাক্রান্ত হওয়ার পর থেকে তিনি বাড়িতেই অবস্থান করছেন।
ঘটতনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বলেন, করোনাভাইরাস আক্রান্ত ওই চিকিৎসক বাড়িতেই আছেন। তিনি বাড়িতেই থাকবেন। ওই বাড়িতে তার দুই বোন রয়েছে। পরীক্ষায় তাদের করোনা নেগেটিভ এসেছে। আক্রান্ত ব্যক্তি চিকিৎসক বিধায় তিনি সচেতন। এজন্য ওই চিকিৎসকের বাড়িটি বিচ্ছিন্ন করা হচ্ছে না।
প্রসঙ্গত, এই চিকিৎসকসহ ফরিদপুরে রবিবার পর্যন্ত মোট ১৫জনের করোনা সনাক্ত হলো। এর মধ্যে গত বৃহস্পতিবার তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।