বরগুনা প্রতিনিধি : বরগুনায় নতুন করে আরও ২ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আজ পর্যন্ত জেলায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩২ জন। মৃত্যু হয়েছে ২ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন। চিকিৎসাধীন আছেন ১৬ জন।
স্বাস্থ্য বিভাগের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য মতে, নতুন রোগীদের একজন আমতলী পৌরসভার ৩ নং ওয়ার্ডের বাসিন্দা (৪৬)। অপরজন বামনা উপজেলার গুদিঘাটা গ্রামের পান ব্যবসায়ী (৫২)।
সিভিল সার্জন ডাঃ হুমাউন শাহিন খান জানান, যারা চিকিৎসাধীন আছেন তাদের সার্বক্ষণিক স্বাস্থ্য কর্মীরা পর্যবেক্ষণে রাখছেন। প্রতিদিন ফলোআপ রিপোর্ট করা হচ্ছে। আশা করছি, ইনশাআল্লাহ সকলেই সুস্থ হয়ে উঠবেন।
রবিবার পর্যন্ত জেলা থেকে ৬৯৪ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ফলাফল পাওয়া গেছে ৬৪৪ জনের।