সিলেট প্রতিনিধি : সিলেট বিভাগে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরো ৯ জন। রবিবার সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা শেষে তাদের ফলাফল পজিটিভ আসে। আক্রান্তদের ৬ জনই সিলেট জেলার।
বিষয়টি নিশ্চিত করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, ‘রবিবার ওসমানীতে ১৮৮টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে ৯ জনের ফলাফল পজিটিভ আসে।’
নতুন করে আক্রান্ত ৯ জনের মধ্যে ৬ জনই সিলেট জেলার। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ২ জন এবং মৌলভীবাজারের একজন রয়েছেন। বিভাগের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হবিগঞ্জে নতুন করে কোনো করোনা রোগী শনাক্ত হননি।