অনলাইন ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হেমাটোলজিস্ট কর্নেল (অব.) অধ্যাপক ডা. মনিরুজ্জামান মারা গেছেন। এ নিয়ে করোনায় প্রাণ হারালেন দেশের দুই চিকিৎসক।
রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন এ তথ্য নিশ্চিত করেছে। ডা. মনিরুজ্জামান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আবাসিক চিকিৎসক ছিলেন।