নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নে উত্তর কচ্ছপিয়ায় জ্বর,সর্দি ও শ্বাসকষ্ট গলা ব্যাথা নিয়ে এক নারীর (৪০) মৃত্যু হয়েছে। লকডাউন করা হয়েছে তার বাড়ি। নমুনা সংগ্রহ করা হয়েছে মৃত গৃহবধূর স্বামী ও দুই ছেলের।
সোমবার দুপুর দেড়টার দিকে উত্তর কচ্ছপিয়া গ্রামের আব্দুল হকের বাড়ীতে ওই গৃহবধূর মৃত্যু হয়। তিনি দুই ছেলের জননী।
সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শায়লা সুলতানা ঝুমা বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রায় ১০ দিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। জ্বরের সাথে তার গলা ব্যাথাও ছিল। কিন্তু তার পরিবার ভালো কোন চিকিৎসার ব্যবস্থা না করে তাকে বাড়িতে রেখেছিল। সোমবার দুপুরে তার মৃত্যু হয়।
সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার এএসএম ইবনুল হাসান জানান, মৃত নারীর বাড়ীটি লকডাউন ঘোষণা করে বাড়ীর সামনে লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছে। নমুনা রিপোর্ট না আসা পর্যন্ত তার পরিবারের সদস্যরা হোম কোয়ারেন্টাইনে থাকবে।