শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরে নতুন আরও ৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে গোসাইরহাট উপজেলার ইদিলপুর এবং আলাওলপুর ইউনিয়নের দুটি নমুনার ফলাফল পজিটিভ এসেছে।
এছাড়া শরীয়তপুর সদর উপজেলার চিকন্দী ইউনিয়নের একটি নমুনার ফলাফল পজিটিভ। আক্রান্ত ব্যক্তি সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে। জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের একটি নমুনা ফলাফল পজিটিভ। এনিয়ে জেলায় করোনা আক্রান্ত মোট ৩৯ জন। মৃত্যুবরণ করেছে ২ জন।
আজকে মোট প্রাপ্ত পজিটিভ নতুন রোগী চার (০৪) জন। দুজন পুরুষ এবং দুজন মহিলা। বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে। এ নিয়ে বর্তমানে শরীয়তপুর জেলায় আক্রান্ত রোগির সংখ্যা ৩৯ জন।এ পর্যন্ত শরীয়তপুর জেলায় মোট ৮২১ জনের নমুনা সংগৃহীত হয়েছে এবং ৭০৯ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে ।