পাবনা প্রতিনিধি : পাবনায় নতুন করে দুজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। আক্রান্ত দুজনই পাবনা জেনারেল হাসপাতালের স্টাফ নার্স বলে জানা গেছে।
পাবনার ডেপুটি সিভিল সার্জন ডা. কে এম আবু জাফর জানান, নতুন করোনা আক্রান্ত দুজনের মধ্যে একজনের বয়স ২৯ ও অপরজনের বয়স ৫২ বছর। করোনা শনাক্তের পর তাদের দুজনকেই হোম আইসোলেশনে রাখা হয়েছে।
সর্বশেষ দুজন মিলিয়ে পাবনায় মোট ১৩ জন করোনা আক্রান্ত হলেন। এর আগে পাবনা সদর উপজেলায় তিনজন, চাটমোহর উপজেলায় তিনজন, ভাঙ্গুড়া উপজেলায় দুজন, সাঁথিয়া উপজেলায় একজন ও সুজানগর উপজেলায় একজন ও ফরিদপুর উপজেলায় একজন করোনা আক্রান্ত হন।