কুষ্টিয়া প্রতিনিধি : জয় নেটওয়ার্কের চেয়ারম্যান রাকিব নেহাল জয় এর কন্যা সন্তান কাটিরা সুফিয়ার তার আজ (৫/৫/২০২০ ইং ১১ই রমজান) ২য় জন্মদিন ছিল । জন্মদিন উপলক্ষে আজ তার গ্রামের বাড়ি কুষ্টিয়া মিরপুর আটিগ্রামে আত্নীয়-স্বজন ,পাড়া- প্রতিবেশি এবং এলাকার শিশুদের মধ্যে জন্মদিনের আনন্দ ভাগাভাগী করে খাবার বিতরন করা হয় । বর্তমান করোনা ভাইরাসের প্রাদূভাবে সবাই নিজ নিজ বাসায় অবস্থান করছেন বলে প্রায় ৩০০ পরিবারের মাঝে ইফতারের জন্য খাবার পৌছে দেওয়া হয় । বিশিষ্ট সমাজ সেবক কামরুল হক পলাশ এর গ্রামের বাড়ি কুষ্টিয়া মিরপুর আটিগ্রামে হওয়ায় তার মাধ্যমে এই ধরনের ব্যাতিক্রমী জন্মদিনের আয়োজন করা হয় ।
মোবাইল ফোন রাকিব নেহাল জয় বলেন, আমার দুইটি সন্তান আমার ছেলে বড় আর মেয়ে ছোট ।আমি তাদের জন্মভূমি চিনিয়েছি ,মাতৃভাষা বাংলা তাদেরকে শিক্ষা দিয়েছি এবং তাদেরকে দেশপ্রেমিক হিসাবে তৈরী করতে চাই । তাই আমি প্রতি বছরের ন্যায় এবারো এভাবে আমার সন্তানের জন্মদিন পালন করেছি । আপনারা আমার সন্তান এবং পরিবারের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করবেন । আমি যেন সারা জীবন এভাবে দেশকে ও দেশের মানুষকে ভালোবেসে পাশে থাকতে পারি এবং করোনা ভাইরাসের হাত থেকে সারা বিশ্ব যেন এই রমজান মাসে মুক্ত হতে পারে ।