কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার জেরে এবার ভারতে পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ ঘোষণা করলো অল ইন্ডিয়া সিনে ওয়ার্কারস্ আ্যসোশিয়েশন। সোমবার নোটিশ দিয়ে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
জি নিউজের খবর, নির্দেশিকায় পুলওয়ামায় সেনাদের ওপর জঙ্গি হামলার ঘটনায় শোক প্রকাশ করা হয়। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। এরপরেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কর্মরত সকল পাকিস্তানি অভিনেতা এবং শিল্পীদের সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়।
শুধু তাই নয়, ওই নোটিশে স্পষ্ট লিখে দেওয়া হয়েছে, কোনো ভারতীয় শিল্পী পাকিস্তানের শিল্পীদের সঙ্গে কাজ করতে চাইলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে। এমনকী নিষিদ্ধও করা হতে পারে