ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারায় দুই ভুয়া কাজীর অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার দুপুরে উপজেলার বাহিরচর ইউনিয়নের চর এলাকায় পরিচালিত এই আদালতের বিচারক ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ।
উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ জানান, মানুষ যখন করোনাভাইরাস মোকাবিলায় ব্যস্ত তখন সুযোগ সন্ধানী দুই ভুয়া কাজী বাহিরচর ইউনিয়নের বাসিন্দা তোফায়েল হুজুর ও আলীমদ্দি হুজুর বিভিন্ন স্থানে লুকিয়ে ও পালিয়ে প্রয়োজনীয় কাগজপত্র ও প্রাপ্ত বয়স্ক হওয়ার আগেই ছেলেমেয়েদের বিয়ে দিতে সহায়তা করে যাচ্ছে। তিনি বলেন, আজ একটা বিয়ে পড়িয়েছে সেহরির আগে, মিরপুর উপজেলার অপ্রাপ্ত বয়স্ক ছেলেমেয়েকে বাহিরচর ইউনিয়নে পালিয়ে নিয়ে এসে। গতরাতে আরেকটি বিয়ে ৯ মাইল এলাকার একটি কলাবাগানে নিয়ে পড়িয়েছে।
এহেন নোংরা ও নেক্কারজনক অভিযোগের সত্যতা পাওয়ায় এবং অভিযুক্তরা দোষ স্বীকার করায় আজ দুই হুজুরকে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা মোতাবেক ৩,০০০(তিন হাজার) টাকা করে মোট ৬,০০০(ছয় হাজার) টাকা অর্থদণ্ড করা হয় ও পবিত্র রমজান মাস বিবেচনায় তাদের শেষবারের মতো সতর্ক করা হয়।