ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি : দেশের মহামারি করোনা ভাইরাস পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া পেশাজীবি ভেড়ামারা উপজেলার ১০০ জন স্বর্ণকারকে মানবিক সহায়তা দিলেন ভেড়ামারার বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব আব্দুল হান্নান।সকালে ভেড়ামারা উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার সোহেল মারুফের কাছে উপজেলার ১০০ জন স্বর্ণকারের মানবিক সহায়তা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন ভেড়ামারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক হিসনা বাণী পত্রিকার প্রকাশক ও সম্পাদক আরিফুজ্জামান লিপটন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মানিক মিয়া।
ভেড়ামারা উপজেলার ১০০ জন স্বর্ণকারের মাঝে উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ আলহাজ্ব আব্দুল হান্নানের দেওয়া মানবিক সহায়তা বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু ও মোকারিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ। মানবিক সহায়তা দেয়ায় বিশিষ্ট ব্যাবসায়ী আলহাজ্ব আব্দুল হান্নানকে উপজেলা প্রশাসনের পক্ষ হতে আন্তরিক ধন্যবাদ জানান ভেড়ামারা উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার সোহেল মারুফ।