কুষ্টিয়া ভেড়ামারায় হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে ৪৫০টি পরিবারকে সহযোগীতা প্রদান

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি : বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ, ভেড়ামারা উপজেলা শাখা ও হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে ভেড়ামারায় অসহায় ও অস্বচ্ছল ৪৫০টি পরিবারকে সহযোগীতা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০.৩০মিনিটের সময় ভেড়ামারা শ্রী শ্রী রঘুনাথ জিউর মন্দির প্রাঙ্গন থেকে সহযোগীতার সামগ্রী বিতরন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার সোহেল মারুফ। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ, কুষ্টিয়া জেলা শাখা ও জাতীয় সমাজতান্ত্রিক দল, জাসদ কুষ্টিয়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও ঘাতক দালাল নির্মুল কমিটির সাধারন সম্পাদক অসিত কুমার সিংহ রায়, ডাঃ রতন কুমার পাল, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ, ভেড়ামারা উপজেলা শাখার সাবেক সভাপতি ড. অমরেন্দ্রনাথ বিশ্বাস, সভাপতি অমর চাঁদ কুন্ডু, সহ-সভাপতি অসিম কুমার রায়, শ্রী নন্দ কুন্ডু, সাধারন সম্পাদক কার্তিক চন্দ্র কুন্ডু, মহাদেব কুন্ডু, সাংবাদিক প্রদীপ সরকার, গৌতম কুন্ডু, অমুল্য ঘোষ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *