ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে নতুন করে আরও একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত এই ব্যক্তি সাম্প্রতি ভারত থেকে এসেছেন। তিনি পৌর এলাকার কালিবাড়ী সড়কের বাসিন্দা ও ব্যবসায়ী। এ নিয়ে চিকিৎসক, নার্স, নমুনা সংগ্রহকারী, ইউপি সদস্যসহ জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১২ জনে।
মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হালদার। তিনি জানান, আইইডিসিআর থেকে রিপোর্টে এই ব্যক্তির করোনা পজেটিভ রিপোর্ট আসে। আপাতত সুস্থ থাকায় তিনি নিজ বাড়িতে আইসোলিয়শনে থেকে চিকিৎসা নিচ্ছেন। এই ব্যক্তির আসেপাশের বাড়িগুলো লকডাউন করা হয়েছে।