নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ী ও কবিরহাটে নতুন করে আরও ২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছে ১৭ জন। মঙ্গলবার সকাল ১১টায় দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন মোমিনুর রহমান।
তিনি বলেন, গত ২৯ এপ্রিল তাদের শরীরে নমুনা সংগ্রহ করা হয়। ৪ এপ্রিল রাতে তাদের পজিটিভ রিপোর্ট আসে। তাদের মধ্যে একজন সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও আরেকজন কবিরহাটের সিএইচসিপি কর্মী করোনা আক্রান্ত।
তিনি আরও বলেন, শনাক্ত হওয়া তারা জ্বর ও কাশিতে ভুগছিল। এমন খবরের ভিত্তিতে তার বাড়িতে স্বাস্থ্যকর্মী পাঠিয়ে তা নমুনা সংগ্রহ করা হয়েছিল। সে নমুনায় তাদের করোনা পজিটিভ আসে।