দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে ষষ্ঠ শ্রেণীর এক স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করেছে হৃদয় (২২) নামে এক যুবক।বুধবার দৌলতপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ছাত্রীর দাদী। পরে ধর্ষিতার ডাক্তারী পরীক্ষার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে দৌলতপুর থানা পুলিশ।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার প্রাগপুর ইউনিয়নের রঘুনাথপুর বাগানপাড়া এলাকার মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী (১২) গত শুক্রবার রাতে সাড়ে ৮টার দিকে প্রকৃতির ডাকে বাড়ির বাইরে বের হয়। এ সময় একই এলাকার মনিরুল ইসলামের ছেলে হৃদয় তাকে মুখ চেপে ধরে পার্শ্ববর্তী তামাকপুড়ানো ঘরে নিয়ে বিয়ের প্রলোভনে ধর্ষণ করে। শেষে ঘটনা কাউকে না বলার জন্য মেয়েটিকে হুমকি দেয় হৃদয়।
মঙ্গলবার রাতে আবারও লম্পট হৃদয় ওই ছাত্রীকে ডেকে একই ঘটনা ঘটাতে চাইলে তার দাদিকে ধর্ষণের ঘটনা জানায় মেয়েটি। বুধবার দাদি বাদী হয়ে দৌলতপুর থানায় অভিযোগ দিলে স্কুলছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য কুষ্টিয়ায় প্রেরণ করা হয়। দৌলতপুর থানার ওসি এস এম আরিফুর রহমান জানিয়েছেন, ধর্ষক হৃদয়কে গ্রেফতারের চেষ্টা চলছে।