অনলাইন ডেস্ক : নেটফ্লিক্সের আলোচিত ছবি ‘এক্সট্রাকশন’ দেখার জন্য হুমড়ি খেয়ে পড়েছেন চলচ্চিত্রপ্রেমীরা। ছবিটি গত ২৪ এপ্রিল মুক্তি পায়। মুক্তির প্রথম চার সপ্তাহে ছবির ভিউ ৯০ মিলিয়ন ছাড়াবে বলে আশা করছে নেটফ্লিক্স।
এমন অভাবনীয় সাফল্য পাওয়ায় ছবিটির সিক্যুয়েল নির্মাণের চিন্তাভাবনা শুরু হয়েছে। নতুন ছবির গল্প লেখার বিষয়ে ছবির চিত্রনাট্য লেখক জো রুশোর সঙ্গে চুক্তিও সম্পন্ন হয়েছে। তবে ছবির কাহিনী এগিয়ে নিয়েও যাওয়া হবে নাকি পেছনের কাহিনী দেখানো হবে তা এখনো ঠিক করা হয়নি। সেটা নির্ভর করবে লেখার গতির ওপর।
গতানুগতিক অ্যাকশনধর্মী এ ছবিটি পরিচালনা করেছেন হলিউড পরিচালক স্যাম হারগ্রেভ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ক্রিস হেমসওয়ার্থ, রণদ্বীপ হুদা, পঙ্কজ ত্রিপাঠি প্রমুখ। সূত্র: ডেডলাইন ও নেটফ্লিক্স