মানিকগঞ্জ প্রতিনিধি : ব্যবস্থাপকের করোনাভাইরাস শনাক্ত হওয়ায় মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা শাখা কৃষি ব্যাংকের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। বুধবার সকালে তার নমুনা পরীক্ষার ফলাফল করোনা পজেটিভ আসলে সাথে সাথে ওই ব্যাংকটিকে লকডাউন এবং তার সংস্পর্শে আসা ১১ জন কর্মকর্তা-কর্মচারির সকলকেই হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা মোস্তারী।
তাসলিমা মোস্তারী বলেন, তিনি সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার নাসরিন আক্তারের কাছে ওই ব্যবস্থাপকের করোনায় শনাক্ত হওয়ার বিষয়টি জানতে পারেন। তিনি জানান, ওই ব্যবস্থাপক দৌলতপুর উপজেলা ডাকবাংলোতে থেকে তার কর্মস্থলে দায়িত্বপালন করে থাকেন। তার পরিবারের লোকজন থাকেন রাজধানীর মিরপুরের বাসায়। তবে মাঝেমধ্যে মিরপুরের বাসা থেকেও তিনি কর্মস্থলে আসতেন।
জেলার সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ জানান, আজ দুপুর পর্যন্ত জেলায় মোট ৮৫৩ জন ব্যক্তির করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৮২১ জনের পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। তাদের মধ্যে ২২ জনের করোনা শনাক্ত হয়েছে এবং ৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।