অনলাইন ডেস্ক : সময়ের আলো পত্রিকার আরও একজন সিনিয়র সাংবাদিক মাহমুদুল হাকিম অপু করোনা উপসর্গ নিয়ে বুধবার ভোরে বনশ্রীর বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ৫০ বছর। তিনি পত্রিকাটির শিফট ইনচার্জ হিসেবে দায়িত্বপালন করছিলেন।
মাহমুদুল হাকিম অপুর পারিবারিক সূত্র সাংবাদিকদের জানায়, গত এক সপ্তাহ ধরে জ্বর ও কাঁশির উপসর্গ নিয়ে বাসায় চিকিৎসাধীন ছিলেন। ২/৩ দিন আগে তিনি সুস্থ হয়ে যান। বুধবার ভোরের দিকে তার পরিবারের সদস্যরা দেখেন যে তিনি বিছানায় মৃত অবস্থায় পড়ে আছেন। উল্লেখ্য, এর আগে গত ২৮ এপ্রিল রাতে সময়ের আলো পত্রিকার প্রধান প্রতিবেদক হুমায়ুন কবীর খোকন করোনাভাইরাসে আত্রান্ত হয়ে মারা যান।