দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় একই পরিবারে ৩ জনসহ ৭ জন করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দিনাজপুরে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা মোট ২৯ জন। এ তথ্য নিশ্চিত করেছেন দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুস।
নতুন আক্রান্তদের মধ্যে কাহারোলে একই পরিবারের ৩ জন, পার্বতীপুরে ৩ জন ও নবাবগঞ্জ উপজেলায় একজন রয়েছেন।
দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুস জানান, আক্রান্তদের মধ্যে জেলায় ৪ জন সুস্থ হওয়ায় মঙ্গলবার স্বাস্থ্য বিভাগ থেকে তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে। আক্রান্তদের মধ্যে হোম আইসোলেশনে আছে ২২ জন, প্রাতিষ্ঠানিক আইসোলেশনে একজন, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি একজন। এ জেলায় করোনায় মৃত্যু হয়েছে একজনের।