শরীয়তপুর প্রতিনিধি : দিন দিন শরীয়তপুরে বাড়ছে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। বুধবার নতুন করে আরও ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪৭ জনে দাঁড়িয়েছে।
নতুন আক্রান্তরা হলেন ডামুড্যা উপজেলার দারুল আমান ইউনিয়নে ৭ জন। এর মধ্যে একই পরিবারে ৪ জন আক্রান্ত হয়েছে। শরীয়তপুর সদর উপজেলার পালং ইউনিয়নে ১ জন। আক্রান্তরা ঢাকা ও নারায়ণগঞ্জ জেলা থেকে শরীয়তপুর ফিরেছিলেন।
শরীয়তপুর সিভিল সার্জন অফিসের রোগ নিয়ন্ত্রণ কর্মকর্তা ডা. মোঃ আবদুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। এ পর্যন্ত মোট ৯৮৩ জনের নমুনা সংগৃহীত হয়েছে এবং ৮২১ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে।
উল্লেখ্য, গত ৪ এপ্রিল করোনা উপসর্গ নিয়ে নড়িয়ার ৯০ বছরের এক বৃদ্ধ ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত ২৬ এপ্রিল করোনায় আক্রান্ত ৪৫ বছরের এক ব্যক্তি ডামুড্যা পৌরসভার নিজ বাড়িতে মারা যান।