কুমিল্লা প্রতিনিধি : করোনাভাইরাসে কুমিল্লা জেলায় বৃহস্পতিবার আরও আট জন আক্রান্ত হয়েছেন। জেলায় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১১৬ জনে। এ পর্যন্ত কুমিল্লা জেলায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে দেবিদ্বার উপজেলায়। সেখানে আক্রান্তের সংখ্যা ২৬ জন।
কুমিল্লা জেলা সংক্রমণ প্রতিরোধ সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক ও মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.নিসর্গ মেরাজ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা. নিসর্গ মেরাজ চৌধুরী জানান, কুমিল্লা নগরীতে একজন, আদর্শ সদরে একজন, দেবিদ্বারে তিন জন, সদর দক্ষিণে একজন, মুরাদনগরে একজন এবং মেঘনা উপজেলায় একজন আক্রান্ত হয়েছেন।
জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, এ পর্যন্ত কুমিল্লা জেলা থেকে দুই হাজার ৮৫২ জনের নমুনা পাঠানো হয়েছে। রিপোর্ট এসেছে দুই হাজার ৫৫৭ জনের। মারা গেছে চারজন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ জন।