কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ী থানার ওসি, চারজন স্বাস্থ্যকর্মীসহ ১০ করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ফুলবাড়ী হাসপাতালের একজন ব্রাদার ও কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের দুইজন স্বাস্থ্যকর্মী রয়েছেন। সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের কুয়েতপল্লী এলাকার হবিগঞ্জ ও সাভার থেকে আসা ২ শ্রমিকসহ স্থানীয় একজন নারী আক্রান্ত হয়েছেন। এ ছাড়া ভুরুঙ্গামারী সদর ইউনিয়নে দুইজন ও পাথরডুবি ইউনিয়নে একজনসহ ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এরা সবাই গাজীপুর থেকে এসেছেন।
কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান জানান, এনিয়ে জেলায় ৩২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩ জন।