এবিএস রনি, যশোর প্রতিনিধি : যশোরের শার্শার বাগআঁচড়া সা, শি, কো, সদর হাসপাতাল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শুক্রবার সকালে বাগআঁচড়া আফিল উদ্দীন ডিগ্রি কলেজের পশ্চিম পাশে বকুল তলায় বাগআঁচড়া সা, শি, কো, সদর হাসপাতালের উদ্যোগে হাসপাতাল ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন প্রধান অতিথি শার্শার নভারণ স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও, ডাঃ এবিএম আক্তার মারুফ।
বিশেষ অতিথি ছিলেন বাগআঁচড়া সা, শি, কো, সদর হাসপাতালের পরিচালক ডাঃ মমতাজ মজিদ, আকলিমা খাতুন, শিশু রোগের অভিজ্ঞ ডাঃ মেহেদী হাসান, কলারোয়া সোনাবাড়ীয়া সোনার বাংলা কলেজের অধ্যক্ষ মঞ্জু আরা খাতুন।
এসময় আরো উপস্থিত ছিলেন, বরিশাল মেডিকেল কলেজের সাব্বির ইলাহী, ঢাকা মেডিকেল কলেজের ময়ূরী মহুয়া, সার্বিক পরিচালনায় আব্রাহাম লিংকন রিগ্যান, মোস্তফা কামাল ও তরিকুল ইসলাম প্রমূখ।