Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

বেনাপোল সীমান্তে ফেনসিডিল সহ নারী মাদক বিক্রেতা আটক করেছে বিজিবি সদস্যরা

 ইকরামুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি : বেনাপোল সীমান্ত থেকে ২২ ভারতীয় ফেনসিডিল সহ শাহিনুর (৪০) নামে এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শুক্রবার (৮ মে) দুপুরে বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া মোড় এমপি মার্কেট থেকে তাকে আটক করা হয়।
আটক শাহিনুর বড়আঁচড়া গ্রামের আমিনুর রহমানের স্ত্রী।
বিজিবি জানায়, গোপন সংবাদে জানা যায়, একজন মাদক ব্যবসায়ী বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া মোড় এমপি মার্কেটে মাদক বেচাকেনা করছে। এমন খবরে সেখানে অভিযান চালিয়ে শাহিনুর নামে এক নারী মাদক বিক্রেতাকে ২২ বোতল ভারতীয় ফেনসিডিল সহ আটক করা হয়।
নায়েক সুবেদার খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামির বিরুদ্ধে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
এদিকে, স্থানীয়রা অভিযোগ করে বলেন, করোনাকে পুঁজি করে মাদকের দাম বেশি হওয়ায় এমপি মার্কেট এলাকায় ওই নারী ফেনসিডিলের কারবার গড়ে তুলেছে। তাদের দাবি, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘ দিন যাবত সে এ কারবার করে যাচ্ছে। পুলিশ ও বিজিবি সদস্যরা করোনায় ব্যস্ত সময় পার করায়, তিনি ধরা ছোঁয়ার বাইরে থেকে যান।
Exit mobile version