কুষ্টিয়া প্রতিনিধি : করোনাভাইরাস মোকাবিলায় কুষ্টিয়া জেলাকে সুরক্ষিত রাখতে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন কুষ্টিয়ার সুযোগ্য জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন। ডাক্তারদের নিরবিচ্ছিন্ন সেবা নিশ্চিতকরণ, তাদের সহযোগিতা প্রদান, সমন্বয়, বাজার মনিটরিং, ত্রাণ বিতরণে স্বচ্ছতা নিশ্চিতকরণ, হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণ বহুবিধ কাজে ব্যস্ত সময় পার করছেন তিনি। কুষ্টিয়ার সুযোগ্য জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন গতকাল বেলা ১২ টা ৩০ মিনিটের সময় ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার অবস্থা সরেজমিন দেখতে আকস্মিকভাবে পরিদর্শন করেন ।জেলা প্রশাসক জরুরি সেবা বিভাগে রুগী ভর্তির তথ্য দেখেন ও বিভিন্ন পরামর্শ প্রদান করেন। । জেলা প্রশাসক উপস্থিত ডাক্তারদের সব ধরনের সহযোগিতা প্রদানের জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশনা প্রদান করেন। এছাড়া তিনি হাসপাতালে প্রসূতি সেবাসহ সকল সেবা চালু আছে জেনে সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি বলেন, মানুষকে হাসপাতালে এসে সেবা নেয়ার বিষয়টি আরো ভালোভাবে মানুষের মাঝে প্রচারের অনুরোধ জানান ডাক্তারদেরকে। এসময় উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ,ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃনুরুল আমীন সহ স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃবৃন্দ।
এছাড়া জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন উপজেলায় এসে ত্রাণ বিষয়ে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করতে নির্দেশনা প্রদান করেন উপজেলা প্রশাসনকে।