মাদারীপুর প্রতিনিধি : দোকানের সিলিং কেটে মাদারীপুরের শিবচর বাজারে স্বর্ণের দোকানে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শিবচর থানার পরিদর্শক (তদন্ত) আমির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা যায়, বৃহস্পতিবার রাতে শিবচর পৌর বাজারের স্বর্ণকারপট্টী এলাকার রাব্বী মুন্সির মার্কেটের ভিতরের দরজা ভেঙ্গে ওই মার্কেটের রিপন শরীফের মালিকানাধীন মদিনা জুয়েলার্সের উপরের সিলিং কেটে ভিতরে প্রবেশ করে চোরচক্র। এসময় চোরচক্র দোকান থেকে প্রায় ২ ভরি স্বর্ণ ও ১শ’ ভরি রুপাসহ ২ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে পালিয়ে যায়।
শুক্রবার সকালে রিপন শরীফ দোকানের তালা খুলে ভিতরে প্রবেশ করে চুরির ঘটনা দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।