মাগুরা প্রতিনিধি : মাগুরায় শুক্রবার নতুন করে পুলিশ সদস্যসহ ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এই নিয়ে মাগুরাতে মোট ৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা জানান, আক্রান্ত পুলিশ সদস্যের বয়স (২১) বছর। তিনি আগে থেকেই পুলিশি তত্ত¡াবধানে হোম কোয়ারেন্টাইনে আছেন। দ্বিতীয় জন পাট ব্যবসায়ী শহরের কলেজ বাড়ায় বসবাস করেন তার বয়স (৫১) বছর। তৃতীয় শ্রীপুরের টুপিপাড়া গ্রামে কলেজ ছাত্রী (১৭) তার মা শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল সহকারী।
তবে মেয়েটির মা ও পরিবারের অন্যান্য সদস্যরা করোনায় আক্রান্ত নয় বলে জানান। আক্রান্তদের বাড়িসহ আশপাশের ৩টি করে বাড়ি লকডাউন করা হয়েছে। সিভিল সার্জন আরো জানান, আগে আক্রান্ত ৫ জনের মধ্যে ইতিমধ্যে ৩ জন সুস্থ হয়েছেন।