নাটোর প্রতিনিধি : নাটোরে আরো একজন করোনায় আক্রান্ত হলেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা হলো ১১। নাটোরের নাটোরের সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করছেন। আজকের শনাক্তকৃত ব্যক্তি নাটোর সদর হাসপাতালের একজন স্টাফ। তিনি হাসপাতালের অপারেশন থিয়েটারে (ওটি) কর্মরত।
নাটোর সদর হাসপাতালরে সহকারী পরিচালক ডা. মো. আনছারুল হক জানান, হাসপাতালের ওটি বিভাগ বিভাগের একজন করোনায় আক্রান্ত হওয়ায় ওটি বিভাগ লকডাউন করা হয়েছে। এই বিভাগে দায়িত্ব পালনকারী একজন ডাক্তার, তিনজন সিস্টার ও তিনজন ওটি সহকারীকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
উল্লেখ্য, নাটোরে করোনায় আক্রান্ত ১১ জনের মধ্যে চারজন স্বাস্থ্য সহকারী ও একজন চিকিৎসক।