Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

কুষ্টিয়ায় সাধারণ ক্ষমায় ২৪ বন্দীর মুক্তি

কুষ্টিয়া প্রতিনিধি : করোনাভাইরাস সংক্রমণ রোধে অতিরিক্ত বন্দী কমাতে সরকার ঘোষিত সাধারণ ক্ষমার অংশ হিসেবে কুষ্টিয়া জেলা কারাগার থেকে ২৪ জনকে মুক্তি দেওয়া হয়েছে। শনিবার (৯ মে) বিকেলে তাদের মুক্তি দেওয়া হয়।

কুষ্টিয়া জেলা কারাগারের জেল সুপার জাকের হোসেন জানান, করোনাভাইরাস প্রকোপের কারণে সরকার ফৌজদারি কার্যবিধির ৪০১ (১) ধারার প্রদত্ত ক্ষমতা বলে কুষ্টিয়া জেলা কারাগার থেকে লঘুদণ্ডে দণ্ডিত ৫৯ জন বন্দীর সাজা মওকুফ করা হয়েছে। শনিবার বিকেলে কুষ্টিয়া জেলা কারাগার থেকে তৃতীয় দফায় ২৪ জন বন্দীকে মুক্তি দেওয়া হয়।

এ সময় জেলা প্রশাসকের ত্রাণ তহবিল থেকে প্রত্যেককে যাতায়াত ভাড়া হিসেবে এক হাজার টাকা দেওয়া হয়েছে।

Exit mobile version