অনলাইন ডেস্ক: হলিউডের প্রভাবশালী অভিনেতা টম ক্রুজের বিরুদ্ধে অশালীন আচরণ করার অভিযোগ উঠেছিল। অভিযোগকারী বলেছিলেন, ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোতে ‘টপ গান: ম্যাভরিক’ ছবির দৃশ্যায়নের সময় টম ক্রুজ নাবিকদের সঙ্গে রূঢ় আচরণ করেছিলেন। তবে নৌবাহিনীর কর্মকর্তারা এমন অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তারা বলেছেন, এ অভিযোগ সঠিক নয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য অভিযোগ করেছিলেন, মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্টের সদস্যদের সঙ্গে অভদ্র আচরণ করেছিলেন টম ক্রুজ।সেটিকে ভুয়া অভিহিত করে উচ্চপদস্থ এক কর্মকর্তা বলেছেন, ছবির দৃশ্যায়নের সময় টম ক্রুজ ও ছবিটির শিল্পীরা খুবই অমায়িক ও পেশাদার আচরণ করেছেন নাবিকদের সাথে।
সূত্র: ডেইলি মেইল