
কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জে রফিকুল আলম (৫৫) নামে আরও এক পুলিশ সদস্য করোনা জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। তিনি ভৈরব থানায় কনস্টেবল পদে কর্মরত।
শুক্রবার রাতে ভৈরব ট্রমা সেন্টার থেকে ছাড়পত্র দিয়ে তাকে নিজ বাড়িতে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।
কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী আজ রাতে বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২১ এপ্রিল কনস্টেবল রফিকুল আলম ভৈরব থানায় দায়িত্ব পালনকালে হালকা কাশি অনুভব করেন। পরে তাকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে শরীরের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়।
৩০ এপ্রিল নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা পজিটিভ পাওয়া যায়। এ অবস্থায় তাকে ভৈরব ট্রমা সেন্টারে আইসোলেশনে রাখা হয়। ওইদিনই তার দ্বিতীয় এবং ৫ মে তৃতীয় নমুনা পরীক্ষার রিপোর্ট করোনা নেগেটিভ আসে।
এ নিয়ে করোনা আক্রান্ত জেলা পুলিশের ১১ সদস্যের মধ্যে ১০ জন সুস্থ হলেন। আক্রান্ত একজন কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.