ভাষা আন্দোলন কি জানে না এ প্রজন্ম ?

নিউজ ডেস্ক: স্বাধীনতা ও ভাষা আন্দোলনের দীর্ঘ সময় পার হলেও সর্বস্তরে বাংলা ভাষা, ভাষা সংগ্রামের ইতিহাস পৌঁছে দেয়া সম্ভব হয়নি। নিশ্চিত করা সম্ভব হয়নি সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার। সময় টিভি।

১৯৫২ সালে রাষ্ট্রভাষা আন্দোলনের সুনির্দিষ্ট দাবি দুটির একটি ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই, অপরটি সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন চাই। একমাত্র বাঙালি জাতিই ভাষার জন্য প্রাণ বিসর্জন দিয়েছে। আর এর ফলশ্রুতিতে মিলেছে আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি।

বাংলা ভাষা শিক্ষা বাধ্যতামূলক হলেও অনেকেই জানেন না বাংলা বর্ণ, অনেকেই জানেন না ভাষা আন্দোলনের ইতিহাস। এই প্রতিবেদনে সকল বয়সী মানুষের কাছে প্রশ্ন ছিলো, একুশে ফেব্রæয়ারি কি, এদিন কি ঘটেছিলো, কত সালে ঘটেছিলো, স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ কয়টি। কিন্তু এ প্রশ্নগুলো স্কুল পড়ুয়া

শিক্ষার্থীদের জানা থাকার কথা থাকলেও সবাই কি সঠিক উত্তরটি দিতে পেরেছেন! তাদের উত্তর শুনে লজ্জা পেতে বাধ্য সচেতন মানুষ। এখনো সময় আছে, এই কলঙ্কের দায় থেকে মুক্ত হওয়ার। সকল স্তরে সঠিকভাবে পৌঁছে দিতে হবে ভাষা ও ভাষার ইতিহাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *