গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে নতুন করে আরও একজন পোশাক কর্মীর করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে শনিবার পর্যন্ত মোট পোশাক কর্মী আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১ জনে। তারা গাজীপুরের ৭টি পোশাক কারখানার কাজ করেন।
গাজীপুর সিভিল সার্জন অফিস ও পুলিশ সূত্রে জানা গেছে, নতুন আক্রান্ত ওই নারীর বাড়ি জামালপুর জেলায়। তিনি গত ৭ মে (৩২) টঙ্গীর গণস্বাস্থ্য কেন্দ্রে নমুনা দিয়েছিলেন। তিনি টঙ্গীতেই একটি গার্মেন্টস কারখানায় চাকরি করেন। বর্তমানে তিনি রাজধানীর কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সূত্র আরও জানায়, শনাক্ত ১১ শ্রমিকের মধ্যে ৩ জনের নমুনা পরীক্ষা গাজীপুরে হয়েছে। অন্যরা নিজ নিজ জেলায় নমুনা পরীক্ষা করান। তাদের মধ্যে তিনজন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজন টঙ্গীর গণস্বাস্থ্য হাসপাতালে এবং একজন কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন। অন্য ৬ জন হোম আইসোলেশনে রয়েছেন।