Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

কুষ্টিয়া জেলা পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত এর উদ্যোগে জনসচেতনতায় কঠোর পদক্ষেপ

কুষ্টিয়া প্রতিনিধি : ১০মে থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লকডাউন শিথিল করে স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে সীমিত আকারে মার্কেট, বিপণী বিতান, শপিংমল খোলার সিদ্ধান্ত নির্দেশনা প্রদান করেছেন।

এ লক্ষ্যে মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে সরকার নির্ধারিত স্বাস্থ্য সুরক্ষাবিধি মোতাবেক সকল শপিংমল, মার্কেট, বিপনী বিতান সহ সকল প্রকার দোকানদারকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিধি নিষেধ মেনে চলতে এবং স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে।

কুষ্টিয়া জেলা পুলিশের পক্ষ থেকে “মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” এই শ্লোগানকে সামনে রেখে কুষ্টিয়া জেলা শহরসহ সকল থানা সমূহের মার্কেট, বিপণী বিতান, শপিংমলের সামনে এবং প্রকাশ্য স্থানে জনসচেতনতামূলক বিভিন্ন হ্যাংগিং ব্যানার প্রদর্শন এর ব্যবস্থা গ্রহণ করেছেন।

এ বিষয় পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত বলেন প্রত্যেক বারের চেয়ে এবারের পরিস্থিতি ভিন্ন। তাই কুষ্টিয়াবাসীকে অন্তত নিজের পরিবারের স্বার্থে নিজ উদ্যোগে সরকার নির্ধারিত সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

Exit mobile version